ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বাড়িগাঁও এলাকায় কমিউনিটি ক্লিনিকে ব্রেস্ট ফিডিং কর্ণার ও হাত ধোঁয়ার স্থান উদ্বোধন হয়েছে।
রবিবার (১৩ নভেম্বর) বাড়িগাঁও কমিউনিটি ক্লিনিকের CHCP সুদেবী গোস্বামী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান,মেডিকেল অফিসার আইসিটি ডা রাশেদ হাসান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মাখুলিয়া সিসি ও লাড়ুয়াকুন্ডু সিসিসহ অন্যান্য সিসিতেও পর্যায়ক্রমে এ সকল কর্নারের কার্যক্রম চালু হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)