ফুটবল বিশ্বকাপ সামনে রেখে টাঙ্গাইল এ মির্জাপুর এর উয়ার্শী ইউনিয়ন এর দেউলীপাড়া সেতু থেকে শুরু করে এলাকার ১১২টি ল্যাম্পপোস্টে আর্জেন্টিনার পতাকা টানিয়ে এক রেকর্ড গড়তে যাচ্ছেন ঐ এলাকার আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা। বুধবার (৯নবেম্বর) রাতে মির্জাপুর উপজেলার দেউলীপাড়া গ্রামের স্থানীয় যুবকরা দেউলীপাড়া সেতু সংলগ্ন সড়কে এই পতাকা টানানোর কাজ সম্পর্ণ করেন। পতাকাগুলো প্রদর্শনের সময় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়। স্থানীয়রা বলছেন, দেউলীপাড়া গ্রামের আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের আব্দুর রহমান রনি, আকিব,আশিক,সাকিব,রবিন,সিহাব,শান্ত,রাকিব,মাহফুজ সহ স্থানীয় অসংখ্য সমর্থক দলটিকে ভালোবেসে পুরো সেতুতে পতাকা টানানোর কাজ করেছেন। আর্জেন্টিনার সমর্থক আব্দুর রহমান রনি(২৬) বলেন,ফুটবল বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা থেকেই এই পতাকা টানিয়ে রেকর্ড করার চিন্তা মাথায় আসে। আকিব (২৫) বলেন,ফুটবল খেলা বুঝতে শেখার পর থেকেই আর্জেন্টিনা দলের ভক্ত। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ।