ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এক লাখেরও বেশি সেনা হতাহত হয়েছে। ইউক্রেনেরও একই সংখ্যক সেনা হতাহত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলে।
নিউ ইয়র্কের ইকোনোমিক ক্লাবে তিনি বলেছেন,আপনারা ভালোভাবেই দেখেছেন যে,এক লাখেরও বেশি রুশ নিহত ও আহত হয়েছে। সম্ভবত ইউক্রেনেরও একই অবস্থা।
মিলির দেওয়া পরিসংখ্যান স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। যুআট মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সুনির্দিষ্টভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করলো।
মার্কিন এই জেনারেল জানিয়েছেন, যুদ্ধ অবসানে আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে। ইউক্রেন কিংবা রাশিয়া কারো পক্ষেই সামরিক বিজয় সম্ভব নয়।
তিনি বলেছেন,একটি পারস্পরিক স্বীকৃতি থাকতে হবে যে, সামরিক বিজয় সম্ভবত শব্দের সত্যিকার অর্থে সামরিক উপায়ে অর্জন করা যায় না। তাই আপনাকে অন্য উপায়ে ফিরে যেতে হবে। এখানে একটি সুযোগ আছে,আলোচনার সুযোগের একটি জানালা খোলা রয়েছে।