ইংল্যান্ডের কাছে স্রেফ উড়ে গেল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ১৬৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালিয়ে যান ইংলিশ অধিনায়ক জস বাটলার ও অ্যালেক্স হেলস। এই দুই ওপেনারের ৯৬ বলে ১৭০ রানের অবিচ্ছিন জুটিতে ২৪ বল আগেই ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড।
৪৭ বলে অপরাজিত ৮৬ রান করে ম্যাচসেরা হন অ্যালেক্স হেলস। ম্যাচসেরার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, কখনো ভাবিনি আবার বিশ্বকাপে খেলব। সুযোগ পাওয়ার অনুভূতিটাই বিশেষ কিছু ছিল। এ দেশে (অস্ট্রেলিয়ায়) খেলতে ভালোবাসি। জস (বাটলার) অবিশ্বাস্য ছিল। তিনি আরও বলেন, এটা আমার জন্য বড় ঘটনা। যেভাবে খেলেছি তাতে আমি খুবই খুশি। ব্যাট করার জন্য বিশ্বের যেকোনো মাঠের তুলনায় এটা সেরা।